২২ মে ২০২৪, ০৮ জৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫
`


রাজশাহীতে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর, গ্রেফতার ১

রাজশাহীতে চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর, গ্রেফতার ১ - ছবি : সংগৃহীত

রাজশাহীতে চাঁদার দাবিতে জাবেদ আলী নামের এক ঠিকাদারকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ঠিকাদার নগরীর রাজপাড়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করার পর শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জাহিদ নামে এক আসামিকে গ্রেফতার করে।

মামলার অপর দুই আসামি হলেন নগরীর রাজপাড়ার বিলশিমলা এলাকার মাসুদ আলী পুলক ও আল-ইমরান। জাহিদের বাসাও একই এলাকায়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, চাঁদা না দেয়ায় জাবেদ আলী নামের এক ঠিকাদারকে মারধর করেছেন কথিত সাংবাদিক জাহিদ, পুলক ও ছাত্রলীগ নেতা আল-ইমরান। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার একটি মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়। অন্য দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে ছাত্রলীগ নেতা আল-ইমরানের বিরুদ্ধে চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিককে মারধর ও তার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে নগরীর বহরমপুর শেষ মাথা এলাকায় ওই ঘটনা ঘটান তিনি। এ নিয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলাও হয় তখন। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি এ পর্যন্ত।


আরো সংবাদ



premium cement