২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

চ্যাটজিপিটির আইওএস অ্যাপ মিলছে ৩৪ দেশে

-

১৮ মে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য প্রথম অ্যাপটি উন্মুক্ত করেছিল মার্কিন এই প্রযুক্তিপ্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে উন্মুক্ত করার প্রথম ছয় দিনেই পাঁচ লাখের বেশিবার নামানো হয়েছে অ্যাপটি। এরপর ভারত, পাকিস্তানসহ আরো ৩৪ দেশে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটির আইওএস অ্যাপ উন্মুক্ত করেছে ওপেনএআই। তবে এ তালিকায় এখনো নেই বাংলাদেশ।
ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটির আইওএস অ্যাপটি এখন থেকে ভারত, পাকিস্তান, আলজেরিয়া, আর্জেন্টিনা, আজারবাইজান, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, এস্ত্রোনিয়া, ঘানা, ইরাক, ইসরাইল, জাপান, জর্দান, কাজাখস্তান, কুয়েত, লিথুনিয়া, লেবানন, মৌরিতানিয়া, মরিশাস, মেক্সিকো, মরক্কো, নামিবিয়া, নাউরু, ওমান, পেরু, পোল্যান্ড, কাতার, স্লোভেনিয়া, তিউনিসিয়া ও আরব আমিরাত।
এর আগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জ্যামাইকা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে বসবাসকারীরা চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ব্যবহার করতে পারবেন। আইফোনপ্রেমীদের কাছে জনপ্রিয়তায় শীর্ষে থাকা অ্যাপটি পর্যায়ক্রমে অন্য দেশ থেকেও ব্যবহারের সুযোগ মিলবে বলে জানিয়েছে ওপেনএআই।
ওপেনএআইয়ের তথ্যমতে, আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সব সুবিধাই ব্যবহার করা যাবে। এ জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। তবে ২০ ডলারের বিনিময়ে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করলে অ্যাপটিতে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement