১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


শিশুদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ ‘এলওএল’

-

শিশুদের জন্য ‘এলওএল’ নামের একটি অ্যাপের পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে রসাত্মক মিম পোস্ট করতে পারবেন গ্রাহক। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ জন্য শুরুতে ছোট পরিসরে পরীক্ষা চালানো হচ্ছে। হাসির ভিডিও এবং জিফ-এর মতো হবে নতুন এই এলওএল হাব। এখানে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে মিম।
বর্তমানে স্কুলের ১০০ শিক্ষার্থীর কাছে প্রাইভেট বেটা হিসেবে চালু করা হয়েছে এলওএল, ফেসবুকের কর্মীদের সাথে এটি পরীক্ষা করতে বাবা-মায়ের অনুমতিতে ফিচারটি প্রকাশ না করার চুক্তি স্বাক্ষর করেছেন তারা। কিশোর-কিশোরীদের মধ্যে বেশি জনপ্রিয় ফেসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার এলওএল দিয়ে কিশোর-কিশোরীদের টানতে চাচ্ছে ফেসবুক। যদিও গত বছর ছোট ভিডিওর অ্যাপ ‘ল্যাসো’ উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এখন পর্যন্ত তেমন জনপ্রিয়তা পায়নি। এবারে এলওএল অ্যাপটি আলাদাভাবে আনা হবে নাকি ফেসবুকের মূল অ্যাপের মধ্যেই এটি যোগ করে দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল