০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


স্বস্তির বৃষ্টি ঝরবে...

- ছবি - সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সাত বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, ঢাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়েছে, ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এবং মৌসুমী নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement