১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে

কুশিয়ারা নদী - ছবি সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

পর্যবেক্ষণাধীন ৩৯টি পয়েন্টের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ২০টিতে এবং হ্রাস পেয়েছে ১৬টিতে ও অপরিবর্তিত রয়েছে ০৩ টি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement