২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে : আইজিপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন : নয়া দিগন্ত -

উত্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই দাবি করে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য যে নির্দেশনা আমাদের দিবে সে অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব।’
গতকাল সোমবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসিবুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেন, পিটিসি কমান্ডার বসাক, ডিসি মোহা: মোবাশ্বের হাসান, এসপি, ফেরদৌস আলী চৌধুরী, র‌্যাব-১৩ কামান্ডার আরাফাত হোসেন এনবি, জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেকে হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগ আহ্বায়ক ডা: দেলওয়ার হোসেন।
এ সময় আইজিপি বলেন, নির্বাচনকালীন আমরা (পুলিশ) নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করি এবং কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য যে নির্দেশনা আমাদের দিবে সে অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা সব সময় বলেছি, নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে দায়িত্ব পালন করা দরকার, সে দায়িত্ব পালন করার জন্য আমরা প্রস্তুত আছি। সেজন্য যা করা দরকার তা আমরা করব।’
আইজিপি আরো বলেন, ‘দেশে উগ্রবাদের উত্থানের মতো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় কাজ করছে এবং সব সময় তারা আমাদের তথ্য দিচ্ছে। তথ্য পাওয়া মাত্রই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ পর্যন্ত এ ধরনের কোনো আশঙ্কা আছে বলে মনে করি না। এর আগে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন আইজিপি। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করছে পুলিশের এই ইউনিটটি।


আরো সংবাদ



premium cement
ঢাকায় গুলিবিদ্ধ শিবলুর লাশ ফেনীতে দাফন দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা : প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রেমিট্যান্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে : পলক অস্ত্রবিরতির জন্য হ্যারিসের আহ্বান, সমালোচনায় ইসরাইলি কট্টরপন্থিরা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী ‘ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার পর হাত-পা বেঁধে ফেলেছি’ নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না : ডিবিপ্রধান হারুন সিলেটে আজ কারফিউ শিথিল ১২ ঘণ্টা কোটা আন্দোলন : পূর্ব রেলের ক্ষতি ২২ কোটি টাকা সাগরে লঘুচাপ, ৬০ কিমি বেড়ে ঝড়ের আভাস

সকল