১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ভালো মানের আলু উৎপাদন করতে হবে বারি ডিজি

-

বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল ওহাব মিয়া বলেছেন, আলু উৎপাদনে বর্তমানে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটা আমাদের জন্য আশীর্বাদ। দাম কম হলেও ফলন বেশি হয় বলে কৃষক আলুচাষে আগ্রহী। তবে এখন আমাদের নতুন জাত উদ্ভাবনের চেয়ে ভালো মানের আলু উৎপাদন করতে হবে।
তিনি সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের জীবপ্রযুক্তি শাখার উদ্যোগে আলুর জাত উন্নয়নে প্রচলিত প্রজনন এবং জীবপ্রযুক্তিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল ওহাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এস এম শরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ পরিচালক (সেবা ও সরবরাহ) মো: হাবিবুর রহমান শেখ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: নাজিরুল ইসলাম। কর্মশালায় কন্দাল ফসল গবেষণায় জীবপ্রযুক্তির কার্যক্রম ও এর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোশারফ হোসেন মোল্লা। কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল ওহাব আরো বলেন, আলুর জাত ও মান উন্নয়নে আমরা জীবপ্রযুক্তি বা টিস্যু কালচারের সাহায্য নিতে পারি। আমাদের প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারে এমন জাতের আলু উৎপাদনের বিষয়ে গবেষণা করতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা এসব বিষয়ে সম্যক জ্ঞান লাভ করবেন।
প্রশিক্ষণে বারি’র বিভিন্ন কেন্দ্র, উপকেন্দ্র ও বিভাগের ২৬ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী তাহলে ব্যাংকে কী মাস্তান-মাফিয়ারা ঢুকবে : কাদেরকে রিজভী গাজা থেকে ইসরাইলের তিন বন্দীর পর বিনয়ামিনের লাশ উদ্ধার মাদরাসা শিক্ষার্থী থেকে মালয়েশিয়ার নামি বিশ্ববিদ্যালয়ের ভিপি বশির ইবনে জাফর মিরপুরে লাঠি হাতে নিয়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ভালুকায় বৃদ্ধা সামর্থ বানুর মানবেতর জীবনযাপন এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ‘সাহিত্য আড্ডা’ কিরগিজস্তানে বিদেশীদের ওপর হামলা : ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়েছে পাকিস্তান ডিএমপির অভিযানে গ্রেফতার ২০

সকল