১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


খুলনায় অর্থ আত্মসাতে ব্যাংকের গোডাউন কিপার কারাগারে

-

সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের গোডাউন কিপার মো: কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা মহানগর সিনিয়র বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো: শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার অনুকূলে মর্টগেজ করা গোডাউন থেকে মালামাল অন্যত্র সরিয়ে ফেলতে গ্রাহককে সহায়তা করেন কামরুজ্জামান। এ ছাড়া এই দুর্নীতির সাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদের সাথে তিনি যোগসূত্র হিসেবে কাজ করেন। মামলার মূল এজাহারে তার নাম না থাকলেও তদন্তের পর আদালতে দেয়া দুদকের অভিযোগপত্রে তার নাম আসে। এই মামলার প্রধান আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন পলাতক রয়েছেন। তবে মামলার অপর আসামি ব্যাংকের মহাব্যবস্থাপক নেপাল চন্দ্র সাহা, খুলনা করপোরেট শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক সমীর কুমার দেবনাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়াবুর রহমান ও সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান কারাগারে রয়েছেন। আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে টাকা আত্মসাৎ করেন। এতে ব্যাংকের সুদ-আসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতি হয়। এ ঘটনায় ২০১৭ সালে নগরীর খানজাহান আলী থানায় মামলা দায়ের করে দুদক।

 


আরো সংবাদ



premium cement

সকল