০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রামরুর সংবাদ সম্মেলন

এ বছর বিদেশে কর্মী যাওয়ার প্রবাহ ১০ শতাংশ কমবে

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৯ : অর্জন এবং চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. শাহদীন মালিক : নয়া দিগন্ত -

গত বছরের তুলনায় এ বছর বিদেশে অভিবাসী কর্মী যাওয়ার প্রবাহ ১০ শতাংশ কমবে। তবে গত বছরের তুলনায় এ বছর প্রবাসী আয় ১৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৯ : সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনীম সিদ্দিকী।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৬ লাখ ৪ হাজার ৬০ জন বাংলাদেশী কর্মী বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এই ধারা অব্যাহত থাকলে এ বছর অভিবাসনের প্রবাহ গত বছরের তুলনায় ১০ শতাংশ কমে যায়। ২০১৮ সালে বাংলাদেশ থেকে ৭ লাখ ৩৪ হাজার ১৮১ জন কর্মী বিদেশে অভিবাসন করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, নারী কর্মীদের ওপর নিগৃহীত হওয়ার ঘটনা থাকলেও বিদেশে নারী কর্মী যাওয়ার প্রবাহ কমেনি। বরং যে প্রবাহ চলছে, তা অব্যাহত থাকলে এ বছর ৪ দশমিক ৫২ শতাংশ বেড়ে যাবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯৭ হাজার ৪৩০ জন নারী কর্মী কাজের জন্য বিদেশে গেছেন। বিভিন্ন পত্রিকার সংবাদ পর্যালোচনা ও বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী এই বছর এখন পর্যন্ত তিন হাজারের মতো নারী কর্মী সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা দক্ষ জনশক্তি পাঠাতে পারছি না। শিক্ষাব্যবস্থা দক্ষ জনবল তৈরি করছে না। ভারতের এনআরসি ও সিএএর প্রভাব বাংলাদেশে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ জন্য বাংলাদেশকে প্রস্তুতি শুরু করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক আইন জানেন এমন লোক নেই বলেও মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement
ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান এরদোগানের সিরাজগঞ্জে ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ছয়জন গ্রেফতার সীমান্ত হত্যা ও পানি আগ্রাসনের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন সুপ্রিম কোর্টে এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কমনায় দোয়া বসিলায় ১৭ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস গাজায় যুদ্ধবিরতি : কী আছে মিসর-কাতারের দেয়া প্রস্তাবে অসহায় মানুষদের আইনি সেবা প্রদানে মানবিক হতে হবে : প্রধান বিচারপতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিতের মিশনে বাংলাদেশ পিরোজপুরে টানা ৬ ঘণ্টা স্বস্তির বৃষ্টি গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস : আল জাজিরা

সকল