১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, ২ যাত্রী আটক

-

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দু’টি অভিযানে প্রায় চার কেজি সোনা ও সোনার চুড়িসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম। গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সৌদি আরব ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব সোনার বার ও চুড়ি উদ্ধার করা হয়। আটককৃত দুই যাত্রীর নাম সৈয়দ আহমেদ মল্লিক (৪২) ও মো: ইউসুফ (৫০)। জব্দকৃত সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো: সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন সৈয়দ আহমেদ মল্লিক (৪২)। রাত পৌনে ১টার দিকে যাত্রী বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হওয়ার সময় গোপনে খবর পেয়ে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা গতিবিধি লক্ষ্য করে তার পিছু নেয়। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে যাত্রীকে জিজ্ঞাসা করা হয় তার কাছে কোনো সোনা আছে কি না। এ সময় যাত্রী সৈয়দ আহমেদ মল্লিক অস্বীকার করেন। পরে তার শরীর, পরনের জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই কেজি ১২০ গ্রাম সোনা পাওয়া যায়, যার মধ্যে ১৭ পিস সোনার চুড়ি রয়েছে। এর বাজারমূল্য প্রায় এক কোটি ছয় লাখ টাকা। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে ওই যাত্রীকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অপর দিকে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় এয়ার এমিরেটসের একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকায় এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন মো: ইউসুফ (৫২)। তিনি বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাকে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা তার শরীরে তল্লাশি করেন। পরে তার প্যান্টের পকেটের ভেতর থেকে ১০ তোলা ওজনের মোট ১৬ পিস সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি ৮৫৬ গ্রাম। জব্দকৃত সোনার বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি এ বি এম ফরমান আলী জানান, এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে থানায় আলাদা দু’টি মামলা দায়ের হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি পাপুলের শ্যালিকা জেসমিন ও কর কর্মকর্তাসহ ৩ জনের নামে দুদকের মামলা ১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সিঙ্গাপুরকে ‘নিজেদের মতো করে’ চালাতে চান নতুন প্রধানমন্ত্রী লরেন্স কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু আজ থেকে বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম

সকল