১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে তদন্ত কমিটি

প্রমাণিত হলে বাতিল হতে পারে চার জেলার পরীক্ষা

-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই জেলাগুলোতে অনুষ্ঠিত পরীক্ষার ভাগ্য নির্ধারিত হবে। প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণিত হলে চার জেলার পরীক্ষা বাতিল হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।
গত ২৪ মে অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষায় যে চার জেলায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে সেসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়েছে। ওই জেলাগুলোর প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা তদন্ত সাপেক্ষে আগামী ৩০ জুনের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, গত ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সাতক্ষীরা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও পাবনা জেলার বিভিন্ন স্থানে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে ২৭ জনকে আটকও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে একাধিক ব্যক্তিকে ঘটনাস্থলে জেল-জরিমানা করা হয়। পরে এ পাবলিক পরীক্ষা আইন ও সরকারি নিয়োগ পারীক্ষায় বাধা দেয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মকর্তারা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় বিষয়ে বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারি আইনে এসব মামলা দায়ের করা হয়। মামলাগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। পাশাপাশি যে চার জেলায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে সেসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশ্নফঁােসর ঘটনা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন ডিপিইতে পাঠাতে বলা হয়েছে। পরে সে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সারা দেশে ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপে যথাক্রমে ২৪ ও ৩১ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ও চতুর্থ ধাপে নিয়োগ পরীক্ষা যথাক্রমে ২১ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি

সকল