১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


আশুলিয়ায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

-

আশুলিয়ায় বিএনএন প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবি।
গতকাল শনিবার ভোরে আশুলিয়ার জামগড়া মীরবাড়ি এলাকায় বিএনএন প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
কারখানার ব্যবস্থাপক সোহেল পারভেজ জানান, গত শুক্রবার কারখানা বন্ধ থাকায় নিরাপত্তাকর্মী ছাড়া কেউ ছিল না। ভোরে স্থানীয় কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীকে ডেকে উঠান এবং পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ডিইপিজেড থেকে দু’টি এবং সাভার ফায়ার সার্ভিস থেকে আরো দু’টিসহ মোট ছয়টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় তৈরি কার্টন, কাগজের রিল, ছাপা কাগজ, মেশিনারিজ এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে কারখানাটির ভৌত অবকাঠামোসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবস্থাপক সোহেল পারভেজ।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তবে তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
ভোটে জেতার ৬ মাসের মধ্যেই আজাদ কাশ্মিরকে ভারতের অংশ বানাতে চান যোগী পোরশায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি ভিন্নভাবে গাজা যুদ্ধের প্রতিবাদ জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই কোহলির পাকিস্তান সফরের আগ্রহে মুগ্ধ আফ্রিদি আশুগঞ্জে ৬৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২, মাইক্রোবাস জব্দ মোস্তাফিজকে মিস করে যা বললেন প্লে-অফে উঠতে ব্যর্থ চেন্নাইয়ের অধিনায়ক উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন মৌসুম শেষে সেভিয়া ছাড়ছেন কোচ কিকে সানচেজ

সকল