১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়ের দাবি ন্যাডপোর

-

একজন মন্ত্রিসভা সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে অন্তত ১৫টি এবং স্থানীয় সরকারের সব স্তরে দুইটি করে প্রতিবন্ধী প্রতিনিধিদের জন্য আসন সংরণের দাবি জানিয়েছেন ন্যাশনাল অ্যালাইয়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশনস্ (ন্যাডপো)। পাশাপাশি জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনগুলোর ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অন্তত এক হাজার কোটি টাকা বরাদ্দ এবং সব মন্ত্রণালয়ের ১০% বাজেট প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নমুখী খাতে ব্যবহার নিশ্চিতের দাবি জানানো হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে ১১ দফার দাবিতে গতকাল জাতীয় প্রেস কাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস্্ চ্যাম্পিয়ন সভাপতি, ন্যাডপোর সভাপতি আবদুস সাত্তার দুলাল।
সংবাদ সম্মেলনে আবদুস সাত্তার দুলাল বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ পাস হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী ভাতাসহ কিছু কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু প্রয়োজন, মর্যাদা ও সমতার বিবেচনায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আমরা এখনো বলতে পারি না প্রতিবন্ধী ব্যক্তিরা সমমর্যদার নাগরিক। এখনো সরকারসহ দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের প্রয়োজনগুলো গুরুত্ব দিয়ে কাজ করছেন না। প্রতিবন্ধী ব্যক্তির জন্য অনুমোদিত জাতিসঙ্ঘ সনদ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, প্রতিবন্ধীবিষয়ক জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা, এসব এখনো ফাইলে বন্দী। বাস্তবায়ন হচ্ছে না। তারা বলেন, প্রতিবন্ধীদের প্রতি অবহেলা ও বৈষম্য বেড়ে চলেছে।
দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্নমুখী কর্মকাণ্ডে দুর্ঘটনার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা বাড়ছে। অথচ দেশের সংসদসহ শাসন ব্যবস্থায় আমাদের কোনো প্রতিনিধি এবং প্রতিনিধিত্বের সুযোগ নেই। সংবাদ সম্মেলন থেকে সরকার স্বাক্ষরিত প্রতিবন্ধীবিষয়ক জাতিসঙ্ঘ সনদ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর সঠিক বাস্তবায়নের দাবি জানানো হয়। এ ছাড়া লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তির সঠিক পরিসংখ্যান ও তথ্যউপাত্তের নিমিত্ত একটি জরিপ কার্যক্রম পরিচালনা করতে হবে। অতঃপর প্রতিটি আদমশুমারিসহ দেশে পরিচালিত সব শুমারি বা জরিপে প্রতিবন্ধিতাসহ প্রতিবন্ধী ব্যক্তিবিষয়ক তথ্যউপাত্ত সঠিকভাবে হালনাগাদ করতে হবে। দেশের সব স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রতিষ্ঠানের অবকাঠামো, উপকরণগুলো সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির বিবেচনায় উন্নয়ন ও সংশোধন এবং দক্ষ জনবল নিশ্চিত করতে হবে।


আরো সংবাদ



premium cement
ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব

সকল