২২ মার্চ ২০২৩, ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪
`

শাহরুখের ওমরাহ’র ছবি দেখে ভক্তদের প্রতিক্রিয়া ‘মাশা আল্লাহ’

মক্কায় এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখ খান - ছবি - টুইটার থেকে নেয়া

সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি ‘ডানকি’ সিনেমার শুটিং করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর গত বৃহস্পতিবার পবিত্র মক্কা শহরে সিনেমার কাজ শেষ করেছেন। তারপর প্রথমবারের মতো ওমরাহ পালন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা আবেগে ভাসতে থাকেন। বলেন, মাশা আল্লাহ!

গতকাল শুক্রবার শাহরুখের একটি ভিডিও ইন্টারনেটে দেখা যায়, যেখানে তিনি বলতে থাকেন, কিভাবে সৌদি সরকার তাকে মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ ছবির শুটিং করতে সাহায্য করেছেন। এবং এজন্য ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ভক্তরা তাকে ওমরাহ করার জন্য অনুরোধ করেন। বিকেলেই সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ পবিত্র মক্কায় হাজির হয়েছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখকে দেখে বিশ্বজুড়ে তার ভক্তরা আবেগে ভাসতে থাকেন। জানাতে থাকেন ভালোবাসা।

এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না, যে তাকে (শাহরুখ খান) নিয়ে কোনো বাজে কথা বলেছেন। সবাই তাকে ভালোবেসে শুভেচ্ছা জানাচ্ছেন। কোনো সন্দেহ নেই যে তিনি সবার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আল্লাহ যেন আপনার ওপর রহম করেন এবং ওমরাহ পালন করার প্রতিদান দেন। আমাদের পবিত্র মক্কায় আপনাকে দেখতে পেয়ে মন খুশিতে ভরে উঠেছে। মাশা আল্লাহ।’

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে হজ পালন করবেন। সেই থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন। তার আগে বলিউড থেকে হজ পালন করেছেন কিংবদন্তি দিলীপ কুমার (মোঃ ইউসুফ খান) ও আমির খান।

সূত্র : সিয়াসাত


আরো সংবাদ


premium cement
মার্কিন মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট, একপেশে : তথ্যমন্ত্রী সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ব্রিগেডিয়ার জেনারেল নিহত প্রাথমিকের ছুটি বাড়ছে না, রমজানেও ক্লাস ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের বিষয়ে সরকার সজাগ রয়েছে : আইনমন্ত্রী টি-টোয়েন্টি দলে হঠাৎ পরিবর্তন, নান্নুর ভুল ব্যখ্যা বাংলাদেশীদের মাঝে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা মুশফিক অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে : ইসি রাশেদা দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪ হামাসের প্রতিষ্ঠাতা আহমাদ ইয়াসিনকে হারানোর দিন রমজানকে স্বাগত জানাতে বর্ণিল সাজে লন্ডন আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে : রাষ্ট্রপতি

সকল