১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

শাহরুখের ওমরাহ’র ছবি দেখে ভক্তদের প্রতিক্রিয়া ‘মাশা আল্লাহ’

মক্কায় এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখ খান - ছবি - টুইটার থেকে নেয়া

সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি ‘ডানকি’ সিনেমার শুটিং করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর গত বৃহস্পতিবার পবিত্র মক্কা শহরে সিনেমার কাজ শেষ করেছেন। তারপর প্রথমবারের মতো ওমরাহ পালন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা আবেগে ভাসতে থাকেন। বলেন, মাশা আল্লাহ!

গতকাল শুক্রবার শাহরুখের একটি ভিডিও ইন্টারনেটে দেখা যায়, যেখানে তিনি বলতে থাকেন, কিভাবে সৌদি সরকার তাকে মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ ছবির শুটিং করতে সাহায্য করেছেন। এবং এজন্য ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ভক্তরা তাকে ওমরাহ করার জন্য অনুরোধ করেন। বিকেলেই সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ পবিত্র মক্কায় হাজির হয়েছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখকে দেখে বিশ্বজুড়ে তার ভক্তরা আবেগে ভাসতে থাকেন। জানাতে থাকেন ভালোবাসা।

এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না, যে তাকে (শাহরুখ খান) নিয়ে কোনো বাজে কথা বলেছেন। সবাই তাকে ভালোবেসে শুভেচ্ছা জানাচ্ছেন। কোনো সন্দেহ নেই যে তিনি সবার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আল্লাহ যেন আপনার ওপর রহম করেন এবং ওমরাহ পালন করার প্রতিদান দেন। আমাদের পবিত্র মক্কায় আপনাকে দেখতে পেয়ে মন খুশিতে ভরে উঠেছে। মাশা আল্লাহ।’

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে হজ পালন করবেন। সেই থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন। তার আগে বলিউড থেকে হজ পালন করেছেন কিংবদন্তি দিলীপ কুমার (মোঃ ইউসুফ খান) ও আমির খান।

সূত্র : সিয়াসাত


আরো সংবাদ



premium cement
সনি-স্মার্ট শোরুমে মিলছে নতুন মডেলের জেনুইন টিভি ও আল্ট সাউন্ড সিস্টেম সেপ্টম্বরে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১৬৪৫ দ্রুতই ছাত্র-জনতার হত্যার বিচার করতে হবে : ডা. শফিকুর ১২ ঘণ্টার চেষ্টায় কুতুবদিয়ায় এলপিজি জাহাজের আগুন নিয়ন্ত্রণে লেবাননকে পৃষ্ঠপোষকতা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের সরকারে বদল হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি : গয়েশ্বর ৭ অক্টোবর হামলা : হিজবুল্লাহ-ইরানকে সাথে চেয়েছিল হামাস চাইলেই কি আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব? ইউক্রেনীয় বাহিনী কুরস্কে’র ‘লাইন ধরে রেখেছে’ : জেলেনস্কি হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

সকল