২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু - ছবি - সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়ায় শুক্রবার বিকেলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তিনি বলেন, আমার শারীরিক অবস্থা খুব একটা খারাপ না। হালকা জ্বর আছে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি। বিশ্রাম নিচ্ছি।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু' সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে।

এর আগে ‘গেরিলা’ সিনেমা নির্মাণ করে দারুণ সাফল্য পান তিনি। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


আরো সংবাদ



premium cement