২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শিল্পা শেঠির মা হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার বোনের

- ছবি : সংগৃহীত

সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য সমিশা শেঠি কুন্দ্রার সঙ্গে। শিল্পার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেলের একটি টুইট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রঙ্গোলি লিখেছেন, ‘আমার এক সন্তান রয়েছে। আমি ও আমার স্বামী আরো একটি সন্তান চাই। তবে আমরা দত্তক নিতে চাই। অন্যদেরও বলব সারোগেসি নয়, প্রয়োজনে সন্তান দত্তক নিন। এই পৃথিবীতে যে সমস্ত শিশুর বাবা-মা নেই তাদের একটি পরিবার দিন। তারা তো ইতোমধ্যেই পৃথিবীতে চলে এসেছে এবং বাবা-মায়ের ভালবাসা পাওয়ার জন্য তারা মরিয়া।’

এরপরেই প্রশ্ন উঠেছে তবে কি নাম উল্লেখ না করে শিল্পাকেই ঠুকলেন তিনি?

আর একটি টুইটে রঙ্গোলি লেখেন, ‘অজয় (রঙ্গোলির স্বামী) ও আমি দত্তক নেয়ার সমস্ত ব্যবস্থা ইতোমধ্যেই করে ফেলেছি। কঙ্গনা ওর নাম ঠিক করেছে গঙ্গা। একজন শিশুকে পরিবারের সুখ দিতে পেরে আমরা খুবই খুশি।’

রঙ্গোলির ওই দুই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে। কেউ লিখেছেন, ‘যা বলেছ ঠিক বলেছ রঙ্গোলি।’

তবে বেশিরভাগেরই মতে, ‘দত্তক নেবেন নাকি সারোগেট করবেন তা একান্তই স্বামী-স্ত্রীর সিদ্ধান্ত। রঙ্গোলি দত্তক নেবেন, ভাল কথা। তবে তা লোকের সামনে ‘শো-অফ’ করার কি রয়েছে?’

গত ২১ ফেব্রুয়ারি মা হয়েছেন শিল্পা। পাঁচ বছর দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করে অবশেষে বাড়িতে এসেছে সুখবর। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পার। ২০১২-তে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়। সূত্র: আনন্দবাজার।


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের বিচার হবে কি না তা নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

সকল