১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায়

নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় - নয়া দিগন্ত

নোয়াখালীর প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে চৌমুহনী লক্ষীনারায়নপুর ঈদগাঁও মাঠে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা শূরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য মাওলানা আলাউদ্দিন, নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা আমির আবুজায়েদ, চৌমুহনী শহর আমির জসিম উদ্দিন, শহর সহ-সেক্রেটারি নুর উদ্দিন প্রমুখ।

এ সময় বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

এছাড়া একই দিন সকাল ৯টার দিকে জেলার কোম্পানিগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা ও চাটখিল কামিল মাদরাসা মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান ও চাটখিল আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার।


আরো সংবাদ



premium cement