২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ জানালেন ‘নিখোঁজ’ আসিফ

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসায় ফিরেছেন আবু আসিফ আহমেদ। - ছবি : নয়া দিগন্ত

পরিবার থেকে নিখোঁজ দাবি করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিজ বাড়িতে ফিরেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্ত্রীকে সাথে নিয়ে ঢাকা থেকে আশুগঞ্জের বাসায় ফেরেন তিনি।

নিখোঁজের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে আবু আসিফ আহমেদ বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসায় আমি চাপ অনুভব করছিলাম। তাই মানসিক চাপে সরে গিয়েছিলাম। নির্বাচন শেষ হওয়ায় আমি ফিরে এসেছি।’

তার স্ত্রী মেহেরুন নিসা মেহরিন জানান, ‘এমনটা করার কারণ জানতে চাইলে তিনি আমাকে জানান, তিনি অনেক ভয় পাচ্ছিলেন। তার হাতে মোবাইল ছিল না। সেজন্যে কারো সাথে যোগাযোগ করেননি। অন্য নম্বর থেকেও ফোন দেয়ার সাহস পাননি। আমাকে বলেছেন, আতঙ্কে ছিলেন। যেহেতু ইলেকশন শেষ, আতঙ্ক নেই। তাই চলে এসেছেন।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেন যে আসিফ তার ঢাকার বাসায় ফিরেছেন।

পুলিশ সুপার জানান, ‘আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়রি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করেছেন।’

পুলিশ সুপার আরো জানান, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কী হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল