২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

অবশেষে দেশে পৌঁছল যুক্তরাষ্ট্রে মৃত বাংলাদেশী শিক্ষার্থীর লাশ

অবশেষে দেশে পৌঁছল যুক্তরাষ্ট্রে মৃত বাংলাদেশী শিক্ষার্থীর লাশ - ছবি : নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্রে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত কুমিল্লার মুরাদনগরের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুল আলম রোমানের (২৫) লাশ অবশেষে নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রোমানের লাশ উপজেলার সদরের দক্ষিণ পাড়ায় নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় তার লাশ দেখতে জড়ো হয় হাজারো মানুষ।

যুক্তরাষ্ট্রে রোমানের কোনো নিকট আত্মীয় না থাকা ও দেশে লাশ পাঠানোর খরচ নিয়ে জটিলতার কারণে এত দিন এ লাশ দেশে আনা সম্ভব হয়নি।

রোমান উপজেলা সদরে সৌদি আরব প্রবাসী আবুল হাসেমের ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টক্লিফ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত ছিলেন।

জোহরের নামাজের পর মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদরাসা) মাঠে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে রোমানের লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রে তার নিজ বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের হলিউড প্রেসবেটিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। আমেরিকায় তার কোনো আত্মীয় না থাকায় লাশ দেশে আনা সম্ভব হচ্ছিল না। পরে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মান্নান নামের এক সমাজসেবীসহ কিছু প্রবাসীর উদ্যোগে রোমানের লাশ বাংলাদেশে পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তার আত্মীয়রা হযরত শাহ্জালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা এক সপ্তাহে রেমিট্যান্স আসা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে সৈয়দপুরে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঘরছাড়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ছাত্রশিবিরকে নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচারের তীব্র নিন্দা কোটা সংস্কার আন্দোলন : সিলেটে ১১ মামলায় গ্রেফতার ১৩৯ আবারো বাংলাদেশে ফিরতে চান দেশে ফেরত যাওয়া মালয়েশিয়ান শিক্ষার্থীরা গাজা যুদ্ধবিরতি : রোমে তিন পক্ষের সাথে কথা বলবেন সিআইএ প্রধান দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন : ডিবি হারুন সিংড়ায় বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী গ্রেফতার মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার

সকল