২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নাসিরনগরে পুলিশিং সভায় সাম্প্রদায়িক হামলার ওয়ারেন্টভুক্ত আসামি

বিট পুলিশিং সভায় বক্তৃতা করছেন সাম্প্রদায়িক হামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিট পুলিশিং সভায় অংশ নিয়েছেন নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো: ফারুক মিয়া। এতে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নেয়া হচ্ছে না।

জানা গেছে, ফারুক মিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান। এজন্য তার পুলিশের সাতে রয়েছে বিশেষ সখ্যতা। তিনি ওয়ারেন্টভুক্ত হয়েও পুলিশের সাথে বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। সম্প্রতি হরিপুর ইউনিয়নে বিট পুলিশিং সভায় অংশ নিয়ে বক্তব্য দেয়ার ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সমালোনার ঝড় ওঠে। শুধু তিনি না, তার ছেলে সবুজের বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট থাকার পরও পুলিশ কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এতে এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ সকলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

হরিপুর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত নাসিরনগর থানার উপ-পুলিশ পরিদর্শক রুপন নাথ জানান, থানায় ওয়ারেন্ট থাকায় ইউপি চেয়ারম্যান ফারুককে বিট পুলিশিং সভায় দাওয়াত দেয়া হয়নি। সভা চলাকালে তিনি হঠাৎ এসে উপস্থিত হলে বক্তৃতার সুযোগ দেয়া হয়।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আনিছুর রহমান বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর-লুটপাটের অভিযোগে চার্জশিটকৃত মামলায় ইউপি চেয়ারম্যান ফারুক মিয়ার নামে থানায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওয়ারেন্টভূক্ত আসামি পুলিশের সভায় উপস্থিত থাকতে পারে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো বলেন, আইনের চোখে সব অপরাধীই সমান। তাকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement