০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে পানিতেপড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে হারিছা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হারিছা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

সকালে হারিছা বেগম ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় হাঁটার সময় বাড়ির পাশের পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরে নামেন। এ সময় পল্লী বিদ্যুতের তারের ছেড়া অংশ পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন
অব্যস্থাপনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েক দিন যাবত পল্লী বিদ্যুতের তার এলো-মেলো পুকুরের ওপর পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের লোকজনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আরো সংবাদ



premium cement