০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


দাফনের ২২ দিন পর ময়নাতদন্তের জন্য সাবেক ছাত্রদল নেতার লাশ উত্তোলন

দাফনের ২২ দিন পর ময়নাতদন্তের জন্য সাবেক ছাত্রদল নেতার লাশ উত্তোলন - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাফনের ২২ দিন পর কবর থেকে সাবেক ছাত্রদল নেতা সজল শিকদারের লাশ উত্তোলন করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সোহাগপুর (আতকাপাড়া) গোরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সজল শিকদার উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকার মৃত মোস্তফা আলী শিকদারের ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

জানা যায়, গত ২২ জুলাই রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরের দিন ২৩ জুলাই সোহাগপুর (আতকাপাড়া) পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এর কিছুদিন আগে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচাত ভাইয়েরা তাকে মারধর করলে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং ২৩ জুলাই তার লাশ আশুগঞ্জ সোহাগপুর গোরস্থানে দাফন করা হয়। লাশ দাফনের পর নিহত সজল শিকদারের ভাই খোকন শিকদার মারধরে তার মৃত্যু হয়েছে উল্লেখ করে তার চাচাত ভাই একই গ্রামের মৃত খোরশেদ শিকদারের ছেলে বাদল শিকদার ও মারশাদ শিকদারকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজাদ রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিনের উপস্থিতিতে নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement