১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বান্দরবানে পানি নিষ্কাশনের পাইপে আটকে ২ স্কুলছাত্রের মৃত্যু, মামলা

বান্দরবানে পানি নিষ্কাশনের পাইপে আটকে ২ স্কুলছাত্রের মৃত্যু, মামলা - ছবি- নয়া দিগন্ত

বান্দরবানে বৃষ্টির সময় পানি নিষ্কাশনের পাইপে আটকে পড়ে কোয়ান্টাম স্কুলের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে লামা থানায় মামলাটি দায়ের করেন মারা যাওয়া সরই কোয়ান্টাম কসমো স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল কাদেরের চাচা মো: জহির হোসেন।

পুলিশ জানায়, দণ্ডবিধির ৩০৪-এর ক ধারায় কোয়ান্টাম কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। গত সোমবার দুপুরে সরই কোয়ান্টাম কসমো স্কুলের পাহাড়ের পাদদেশে মাঠে বৃষ্টির সময় খেলা করতে গিয়ে পানির স্রোতে ভেসে পানি নিষ্কাশনের ৯০ ফুট দীর্ঘ পাইপে আটকে ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্র আব্দুল কাদের জিলানী (১২) ও শ্রেয়ো মোস্তাফিজের (১১) মৃত্যু হয়। এরা দু’জনেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ছাত্র ছিল। এ ঘটনার দু'দিন পর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মারা যাওয়া স্কুলছাত্রের অভিভাবক মামলা করেন।

মারা যাওয়া শিক্ষার্থী শ্রেয়ো মুস্তাফিজের চাচা জাকির মোস্তাফিজ জানান, ৯ ইঞ্চি ব্যাসের পানির পাইপে আটকে দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা রহস্যজনক। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কি না তা তদন্ত করে দেখা দরকার। ভারী বৃষ্টির সময় শিক্ষার্থীদের পাহাড়ের পাদদেশের মাঠে ঝুঁকিপূর্ণভাবে খেলতে দেয়া উচিত হয়েছে কি না তাও তদন্ত করে দেখা দরকার। কর্তৃপক্ষ দু’দিন পরেও কোনো ব্যবস্থা না নেয়ায় তাদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে মামলা করেছি।

কোয়ান্টাম কসমো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল আলম জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা। প্রবল বৃষ্টির সময় এক ছাত্র ভেসে গেলে অপর শিক্ষার্থী উদ্ধার করতে গিয়ে দু’জনে পানি নিষ্কাশনের পাইপে আটকে মারা যায়। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা গার্ড তাদের উদ্ধারের চেষ্টা করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানিয়েছেন, মারা যাওয়া দুই স্কুলছাত্রের মধ্যে একজনের অভিভাবক মামলা দায়ের করেছেন। কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল