২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যায় আটক ১

আটককৃত বেলাল হোসেন। - ছবি : সংগৃহীত

নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় অবশেষে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) একটি দল অভিযান চালিয়ে বেলাল হোসেন (৩০) নামে এক আসামিকে আটক করে। রোববার বেলা ১২টায় তাকে বসুরহাট এলাকা থেকে আটক করা হয়।

বেলাল চর এলাহী ইউনিয়নের ইব্রাহিমের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট তরকারি বাজারের সামনে সেতুমন্ত্রীর ছোট ভাই কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সাংবাদিক মুজাক্কির সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গলায় গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

১৯ ফেব্রুয়ারি রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০ ফেব্রুয়ারি রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর দু’দিন পর ২৩ ফেব্রুয়ারি নিহতের বাবা মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন পুলিশ সদর দফতরের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই হত্যা মামলার তদন্তভার দেয়া হয়।

মামলার পর এ পর্যন্ত একজন আসামি গ্রেফতার হলো সাংবাদিক মুজাক্কির হত্যায়।


আরো সংবাদ



premium cement
প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশায় পাকিস্তান ইসরাইলি হামলায় বৈরুতে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার নিহত আফগান সীমান্তের কাছে গুলি, ৬ পাকিস্তানি সেনা নিহত রাঙামাটি ও খাগড়াছড়িতে নিহত ৪, ১৪৪ ধারা জারি রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র

সকল