১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের দ্বিতীয় দল - ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরের উদ্দেশে দ্বিতীয় দফায় ক্যাম্প ছেড়েছেন এক হাজার সাত শ’ ৭২ জন রোহিঙ্গা। সোমাবার তারা ক্যাম্প ছাড়েন চট্টগ্রামের উদ্দেশে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা হন নৌবাহিনীর তত্ত্বাবধানে। 

গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথম ধাপে ভাসানচরে পৌঁছেছিলেন এক হাজার ছয় শ’ ৪২ জন রোহিঙ্গা শরণার্থী।

শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, নিজে থেকে ভাসানচরে যেতে আগ্রহী এমন রোহিঙ্গারা রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। এখন তারাই ভাসানচরে যাচ্ছেন।

গত ২০১৭ সালের অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।


আরো সংবাদ



premium cement

সকল