১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


কর্ণফুলীতে সোয়া দুই হাজার টন স্ক্র্যাপ লোহাবোঝাই লাইটার জাহাজ ডুবি

-

কর্ণফুলী নদীতে সোয়া দুই হাজার মটন স্ক্র্যাপ লোহাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (রাত দেড়টা) 'এমভি বনিও প্রিন্স-২' নামের জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে মুরিং বয়ায় আছড়ে পড়ে ফুটো হয়ে ডুবে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জাহাজটির নাবিকরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, লাইটার জাহাজটি ১৫নং ঘাট থেকে জোয়ারের সময় শাহ আমানত ব্রিজের দিকে যাচ্ছিল। এসময় সদরঘাট এলাকায় পৌছে প্রচন্ড ঢেউয়ের তোড়ে জাহাজটি নিয়ন্ত্রন হারিয়ে নোঙ্গররত অপর ৩টি লাইটার জাহাজকে ধাক্কা দিয়ে পরে দুই নং বয়ার উপর আছড়ে পড়ে। এসময় বয়ার চেইনের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি ফুটো হয়ে বাংলাবাজার ঘাটের অদুওে আস্তে আস্তে ডুবে যেতে থাকে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রণি নয়াদিগন্তকে জানিয়েছেন, জাহাজটিতে থাকা তাদের ইউনিয়নের সদস্যরা নিরাপদে কূলে উঠে এসেছেন। ডুবে যাওয়া লাইটার জাহাজটির ধাক্কায় অপর ৩টি লাইটার জাহাজ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাহাজটি দ্রুত অপসারণে জাহাজটির ক্যারিয়ার লিটমন্ড শিপিং লিমিটেডকে ২৪ ঘন্টার সময় বেধে দিয়ে পত্র দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নিমজ্জিত লাইটার জাহাজের বর্তমান অবস্থান চট্টগ্রাম বন্দরের নেভিগেশন চ্যানেলের অভ্যন্তওে হওয়ায় তা বানিজ্যিক জাহাজসহ কর্ণফুলী চ্যানেলে চলাচলরত সকল জলযানের নিরাপদ নেভিগেশনের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ২৪ ঘন্টার মধ্যে লাইটার বনিও প্রিন্স-২কে সেলভেজ করে নিরাপদ স্থানে সরিয়ে না নিলে পোর্ট এ্যাক্ট ১৯০৮ এর ধারা ৩৩,৪৩, পোর্ট অর্ডিন্যান্স ১৯৭৬ এর ধারা ১৯(ডি), ২৬.১ ও ৪৩ এবং সেলভেজ কনভেনশন ১৯৮৯ এর ধারা ৮, ১২ ও ২ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল