১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


খাগড়াছড়িতে ইউপিডিএফের বাজার বয়কট ও আধাবেলা সড়ক অবরোধের ডাক

-

খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় পরেশ ত্রিপুরা ওরফে মহেন ত্রিপুরা নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বাজার বয়কট ও আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

নিহত মহেন ত্রিপুরা পানছড়ির পুদ্দিনিপাড়ার মিলন বিকাশ ত্রিপুরার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর টহল দল পানছড়ির উল্টাছড়ির মরাটিলা নামক এলাকায় গেলে মহেন ত্রিপুরা ও তার এক সহযোগী নিরাপত্তা বাহিনির উপর গুলি করে চেষ্টা করে পালানোর চেষ্টা করে। এসময় নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মহেন ত্রিপুরা (৩০) নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

এদিকে, মহেন ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে শনিবার ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে খাগড়াছড়ির পানছড়িতে রোববার (১২ জানুয়ারি) বাজার বয়কট ও সোমবার (১৩ জানুয়ারি) পানছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়া ইউপিডিএফ প্রসীত গ্রুপ।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুল আলম জানান, এ ঘটনায় শনিবার দুপুরে পানছড়ি থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেন ত্রিপুরা ২০১৪ সালের ১৭ মে তিনটি ভারী অস্ত্রসহ নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছিল।


আরো সংবাদ



premium cement
স্কুলছাত্র অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গেছে’ এখনো ম্যান সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেনি, গার্দিওলার সতর্কবাণী সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ আচরণবিধি ভঙ্গ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে : ইসি আহসান হাবিব গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি শীর্ষ সন্ত্রাসী মামুন ঢাকা থেকে গ্রেফতার ছয় আরব দেশকে গাজায় টেনে আনছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে : প্রশ্ন কাদেরের

সকল