১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


লক্ষ্মীপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া : আহত ১০

-

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা।

আজ রোববার সকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীয়া মাদরাসা এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ লাটিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে যুবদল নেতা পলাশ, মহিউদ্দিন, কাউছার, শরিফ, মনির হোসেন, জামাল উদ্দিন ও কালুসহ ১০ জন আহত হয়।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সদর থানা পশ্চিমের আহবায়ক মিলন হোসেন, যুগ্ম-আহবায়ক আবদুল মালেক মেম্বার, সদর থানা পূর্ব যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইব্রাহিমসহ জেলা-উপজেলা ও পৌরসভার যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আলীয়া মাদরাসা এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় যুবদলের ১০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।

তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লোকমান হোসেন জানান, মিছিলে কোনো লাটিচার্জ করা হয়নি। পুলিশ দেখে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement
‘সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির রাশিয়া-ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে : ইরান আড়াইহাজারে ট্রাকচাপায় যুবকের মৃত্যু তালাকপ্রাপ্ত বাবা-মায়ের যৌথ হেফাজতে থাকতে পারবে সন্তান, জাপানে বিল পাস কালিহাতীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কালে মিয়ানমার নাগরিকসহ আটক ৪ যে কারণে ব্রিটেন থেকে ফিরতে হবে বহু বাংলাদেশীকে মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায় রাঙ্গামাটিতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

সকল