১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সিআইইউতে মার্কেটিং বিষয়ক সিরিজ অনুষ্ঠিত

-

ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিপণন বা বাজারজাতকরণের আদ্যোপান্ত নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘ফিউচার অব মার্কেটিং’ শীর্ষক তিন পর্বের টক। সিআইইউর ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) সম্প্রতি চট্টগ্রামের জামাল খান ক্যাম্পাসের বিজনেস অনুষদে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনায় ছিলেন ব্ল্যানবিন ক্রিয়েটিভসের প্রতিষ্ঠাতা সারাফাত সিদ্দিক রাহেদ, দ্বিতীয় দিন ছিলেন ঢাকার ডিজি ফিক্সের প্রতিষ্ঠাতা ইমতিনান আকতার খান ও চকমেট ইভেন্টসের প্রতিষ্ঠাতা মো: আমিনুর রহমান। শেষ দিন ছিলেন সিক্সকালচার প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ রাইটার ফাতিন ইসলাম। এ সময় তারা কপিরাইটিং, বিষয়বস্তু তৈরি ও বিপণনের বিভিন্ন বিষয় চমৎকারভাবে তুলে ধরেন। তাদের আলোচনায় ই-কমার্স, এ আই, কপিরাইটিং, ওয়েবসাইট মার্কেটিং, বিজ্ঞাপনসহ ডিজিটাল মার্কেটিংয়ের একাধিক বিষয় উঠে আসে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআইইউর মার্কেটিং বিভাগের বিভাগ এবং সহযোগী অধ্যাপক ড. রোবাকা শামসের এবং সহকারী অধ্যাপক সায়ীদ হাসান। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো বিপণনকারী হওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে উল্লেখ করেন চৌধুরী সিয়াম সাজিদ নামের একজন শিক্ষার্থী।


আরো সংবাদ



premium cement