২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে ল্যাবএইডে সেবা সপ্তাহ

-

স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উদযাপনে বিশেষ সেবা সপ্তাহ পালন করছে স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের প্রতিষ্ঠান ল্যাবএইড। চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনাসহ স্বাস্থ্যসেবার সামগ্রিক সূচকে সুনির্দিষ্টমান অর্জনের প্রেক্ষাপটে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডারসের আন্তর্জাতিক শাখা ল্যাবএইডকে সম্প্রতি এই স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়টি উদযাপনে গত শনিবার থেকে ১৮ অক্টোবর শুক্রবার পর্যন্ত ঢাকার ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালসহ সারা দেশে ল্যাবএইড ডায়াগনস্টিকের ২৯টি শাখায় চলছে বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ। এ কর্মসূচিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের জন্য বিশেষ পরামর্শ, ডিসকাউন্ট ও উপহারের ব্যবস্থা থাকছে। গত শনিবার বিকেলে ধানমন্ডির ল্যাবএইড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে স্বীকৃতি উদযাপন ও সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। ল্যাবএই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীমসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement