২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

- ছবি : ফাইল

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বটতলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

রাসেল একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনুস হাওলাদারের ছেলে।

সূত্রে জানা যায়, রাসেল একই এলাকার কাঠ ব্যবসায়ী শহিদ হাওলাদারের সাথে দৈনিক ভিত্তিতে দিনমজুরের কাজ করতে ঘটনাস্থলে যান। পরে গাছ কাটার প্রয়োজনে পাশের ঘরে নেয়া বিদ্যুতের একটি লাইন অপসারণ প্রয়োজন হলে তিনি (রাসেল) বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন বিচ্ছিন্ন করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার পেঁচিয়ে তিনি ওখানেই ঝুলে থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত মেডিক্যাল অফিসার মো: নাহিদ হাসান তার মৃত্যু ঘোষণা করেন।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম জানান, ‘বটতলা গ্রামে বিদ্যুতের খুঁটির সাথে একজন যুবক ঝুলে আছে এমন খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জেনেছি অসতর্কতাবশত বিদ্যুতের তারে পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
শ্বশুরের ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য প্রদানে অধ্যক্ষ এবং চেয়ারম্যান গ্রেফতার আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার পর এলাকায় যে ভয়ের পরিবেশ নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান রাশিয়া ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে গুচ্ছ পরীক্ষা দিতে এসে জবি কেন্দ্রে অসুস্থ এক শিক্ষার্থী থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সকল