০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


পবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে পোস্টারিংয়ের অভিযোগে অধ্যাপক বরখাস্ত

পবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে পোস্টারিংয়ের অভিযোগে অধ্যাপক বরখাস্ত। - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২(১) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের ৯(১) ধারা মোতাবেক সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ভিসি অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও রেজিস্ট্রার অধ্যাপক ড.সন্তোষ কুমার বসুর পদত্যাগ চেয়ে পোস্টারিং করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ বরখাস্ত করা হয়েছে। একই সাথে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: মেহেদী হাসানকে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তা নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, মেধাবী শিক্ষার্থী দেবাশীষের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকা পবিপ্রবি'র শিক্ষক শাহীন হোসেন, নওরোজ জাহান লিপি ও অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের ফাঁসি ও তাদের আশ্রয়দাতা হিসেবে বিশ্ববিদ্যালয়টির ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে পোস্টারিংয়ের চেষ্টা চালানোর ঘটনায় অধ্যাপক মেহেদী হাসানের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি স্বীকার করে পবিপ্রবি'র রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী কার্যাকালাপ ও পোস্টারিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে পবিপ্রবি'র ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক মো: মেহেদী হাসানের মোবাইলফোনে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।


আরো সংবাদ



premium cement
মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ গাছ লাগানোর উপযুক্ত সময়, স্থান ও প্রজাতি যশোরের শার্শায় বোরো ধানের বাম্পার ফলন যুদ্ধের খবর সংগ্রহের পাশাপাশি বিবিসির গাজা প্রতিনিধির টিকে থাকার লড়াই রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে : যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে

সকল