২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চলন্ত বাইকের ওপর পড়ল গাছের ডাল, সরকারি কর্মকর্তার মৃত্যু, আহত স্ত্রী

চলন্ত বাইকের ওপর পড়ল গাছের ডাল, সরকারি কর্মকর্তার মৃত্যু, আহত স্ত্রী - ছবি : সংগৃহীত

বরিশাল-খুলনা মহাসড়কের ষাটপাকিয়াতে রেইন্ট্রি গাছের ডাল পড়ে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন মনির হোসেন আকন (৪০) নামে এক প্রশাসনিক কর্মকর্তা।

সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বরিশাল থেকে মোটরসাইকেলে করে স্ত্রীসহ ঝালকাঠির বাসায় ফিরছিলেন মনির হোসেন। রাত সোয়া ১০টার দিকে নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় এলে তার মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।

হঠাৎ বিকট চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এলে রাস্তায় তার নিথর দেহ দেখতে পায়। পাশে ছিলেন এক নারী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নিহত মনির হোসেনের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছে না নিহতের পরিবার। মনিরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন আকনের মৃত্যুতে জেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে একজন সরকারি চাকরিজীবীর মৃত্যু হয়েছে। তার লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল