১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক - নয়া দিগন্ত

বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার পর গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার। কয়েকমাস আগে সে বাল্য বিয়ের শিকার হয়।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের দাউদ হাসানের সাথে গত আট মাস পূর্বে বাল্য বিয়ে হয় পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের নান্নু পাইকের মেয়ে নার্গিস আক্তারের। নার্গিস আক্তারের স্বামী দাউদ ঢাকায় চাকরি করে। বৃহস্পতিবার রাতে গৃহবধূ নার্গিসের লাশ নিয়ে উপজেলা হাসপাতালে আসে তার শ্বশুরবাড়ির লোকজন। এসময় জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডা. অমৃত অনেক আগেই নার্গিসের মারা যাওয়ার কথা জানালে লোকজন হাসপাতাল থেকে লাশ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশের এসআই নাসির উদ্দিন দক্ষিণ বাগধা গ্রামে গিয়ে নার্গিসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত নার্গিসের শ্বশুরবাড়ির দাবি, নার্গিস ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে স্থানীয় সূত্রগুলো জানায়, বাল্য বিয়ের শিকার নার্গিস স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মারা গেছে। অন্য একটি সূত্র জানায়, নার্গিস ধর্ষিত হয়ে হত্যার শিকার হয়েছে। ঘটনার পর থেকে নার্গিসের শ্বশুরবাড়ির লোকজন আত্মগাপনে রয়েছে।

আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, নিহত গৃহবধূ নার্গিসের লাশ বাগধা গ্রাম থেকে রাত সাড়ে আটটায় উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের জানান, নিহত নার্গিসের লাশ উদ্ধার করে শুক্রবার মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখলে নিলো বিদ্রোহীরা ধর্ষণ মামলায় জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ সরকারি কেন্দ্রে ধান বেচতে পারে না কৃষক, লাভ খাচ্ছে দালালরা ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরি জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : বাহাউদ্দিন নাছিম পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

সকল