২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


টুপি নিয়ে কটুক্তির প্রতিবাদে

এক ঘুষিতে ২ দাঁত গেলো আ’লীগ নেতার

-

পটুয়াখালীর দুমকিতে তরকারী বিক্রেতার টুপি নিয়ে কটুক্তির প্রতিবাদ করতে গেলে এক ঘুষিতে ২টি দাঁত পড়ে যায় আ’লীগ নেতার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার নসিব সিনেমা চত্ত্বর কাঁচাবাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্র জানায়, নসিব সিনেমা চত্তর এলাকার প্রত্যাহিক কাঁচা বাজার এলাকায় তরি-তরকারি কিনতে যান উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক ও ব্যবসায়ী ওয়াহিদুর রহমান সহিদ মুন্সি। বাজারের তরকারী বিক্রেতা শহিদুলের সাথে অপর এক ক্রেতা হুমায়ুন কবিরের দর কষাকষি নিয়ে তর্কতর্কি হচ্ছিল। উগ্রস্বভাবের হুমায়ুন কবির এক পর্যায়ে দোকানীর মাথার টুপি নিয়ে ব্যঙ্গ করলে আ’লীগ নেতা ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী এর তীব্র প্রতিবাদ জানায় এবং তাকে ( হুমায়ুন কবির) নিবৃত করতে গেলে সজোড়ে তার মুখে ঘুষি ছুড়ে। এক ঘুষিতে তার দু’টি দাঁত ভেঙ্গে পড়ে যায়। স্থানীয়রা সহিদ মুন্সীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

 

আরো দেখুন: আ’লীগ নেতার বিরুদ্ধে মাদরাসা সুপারকে মারধরের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক মল্লিক মানিরুল ইসলামের বিরুদ্ধে বড়নাল দাখিল মাদরাসার সুপার মাওলানা শফিকুল ইসলামকে (৫১) ব্যাপক মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রাথিমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বুধবার দুপুরে শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়া থানায় আ’লীগ নেতা ও ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাদরাসা পরিচালনা কমিটি বাতিলের দাবিতে আ’লীগ নেতা মানিরুলসহ আরো পাঁচ-ছয়জন মাওলানা শফিকুল ইসলামকে মাদরাসার অফিস কক্ষে ব্যাপক মারধর করে তার গায়ের পোশাক ছিঁড়ে ফেলে। এমনকি রেজুলেশন খাতা ছিঁড়ে ফেলে মাদরাসার সভাপতি হিসেবে কালিয়া ইউএনওর নাম বাদ দিয়ে নতুন করে রেজুলেশন লিখে সংশ্লিষ্টদের স্বাক্ষর প্রতিস্থাপন করে মানিরুল ইসলাম সভাপতি হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ওইদিন (মঙ্গলবার) রাত ২টার দিকে ঘটনাস্থলে ছুঁটে যান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএমসহ পুলিশ কর্মকর্তারা। এদিকে, আ’লীগ নেতা মানিরুল ইসলামসহ দোষীদের যথাযথ বিচার দাবিতে বুধবার সকালে ক্লাস বর্জন করে মাদরাসা চত্বরে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।


মাদরাসা সুপার শফিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি ধামাচাপা দিতে মানিরুলসহ অভিযুক্তরা কাউকে না বলার জন্য জোর করে আমার কাছ থেকে অঙ্গীকার আদায় করে নেন। তিনি আরো বলেন, নিয়মানুযায়ী গত ২ আগস্ট কালিয়া উপজেলা ইউএনওকে সভাপতি করে বড়নাল দাখিল মাদরাসা পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু মানিরুল ইসলাম বিষয়টি মেনে নিতে পারেননি। এরপর থেকে মানিরুল ইসলাম আমাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। তাকে (মানিরুল) সভাপতি করতে হবে বলে অব্যাহত চাপ দিতে থাকেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার দুপুরে; পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে মানিরুলসহ তার লোকজন মাদরাসায় এসে রেজুলেশন খাতা পরিবর্তন করে তাকে (মানিরুল) সভাপতি করতে চাপ দেয়। মানিরুলসহ তার সঙ্গে থাকা সাইজুর ও খাইরুলও কিলঘুষি মারতে মারতে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান। প্রাণে মেরে ফেলারও হুমকি দেন তারা।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, এ ঘটনার পর থেকে সুপারসহ মাদরাসার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এ ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মানিরুল ইসলাম পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে তাদের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে, মানিরুল ইসলামকে মোবাইলে ফোনেও পাওয়া যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে তীব্র তাপদাহে পথের ধারে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন ধামরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাঁদলেন মুসুল্লিরা বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্য নিহত এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি ও পেজ কুয়াকাটাসহ উপকূল পুড়ছে তাপপ্রবাহে, স্বস্তি নেই জনজীবনে আজ দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ

সকল