২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


নলছিটির মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কারাগারে

-

ঋণ প্রদানের সুপারিশ না শোনায় ঝালকাঠির নলছিটিতে কৃষি ব্যাংকের এক ব্যবস্থাপককে পিটিয়ে আহত করার মামলায় মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে ইউপি চেয়ারম্যান জামিন চাইলে বিচারক মো. আশ্রাফুল ইসলাম তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ মে বেলা ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের কৃষি ব্যাংকের তালতলা বাজার শাখায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক থেকে টেনেহিঁচড়ে রাস্তায় এনে ব্যবস্থাপক মোস্তাইনুর রহমানকে প্রকাশ্যে জুতাপেটা করে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন। এ ঘটনায় ওই দিনই ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার কামদেবপুর গ্রামের কৃষক মো. তোফাজ্জেল খান নামে এক ব্যক্তি নগদ ঋণ (সিসি লোন) চেয়ে আবেদন করেন কৃষি ব্যাংক তালতলা বাজার শাখায়। ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাইনুর রহমান ঋণ দেওয়ার আগে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নিতে কয়েক দিন সময় নেন। তোফাজ্জেলকে ঋণ দেওয়ার জন্য সুপারিশ করেন মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন। ২৯ মে সকালে ইউপি চেয়ারম্যান ব্যাংকের ব্যবস্থাপককে মুঠোফোনে ঋণ দিতে চাপ দেয়। ব্যাংক ব্যবস্থাপক সময় চাইলে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। পাঁচ-ছয়টি মোটরসাইকেলে ইউপি চেয়াম্যান কবির হোসেন লোকজন নিয়ে ব্যংক ব্যবস্থাপকের কক্ষে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাকে ব্যাংক থেকে টেনেহিঁচড়ে নামিয়ে রাস্তায় নিয়ে আসা হয়। এসময় লোকজন ডেকে প্রকাশ্যে তাকে জুতাপেটা করে ইউপি চেয়ারম্যান।


আরো সংবাদ



premium cement
গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন ধামরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাদঁলেন মুসুল্লিরা বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্য নিহত এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি ও পেজ কুয়াকাটাসহ উপকূল পুড়ছে তাপপ্রবাহে, স্বস্তি নেই জনজীবনে আজ দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু শেরপুরে হিট স্ট্রোকে আরো ১ জনের মৃত্যু যশোরে ক্যাম্পাস থেকে যুবকের লাশ উদ্ধার

সকল