১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাগলনাইয়ায় চুরির অভিযোগে মাকে বেঁধে কিশোর ছেলেকে পিটিয়ে হত্যা

অমানবিক !
-


ফেনীর ছাগলনাইয়ায় চুরির অভিযোগে মা ও ছেলেকে বেঁধে দুই দিন ধরে টানা নির্যাতন ও পিটিয়ে ‘জীবন’ নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাতানিয়া গ্রামের ব্যবসায়ি হাবিবুর রহমানের বাড়িতে শিশুকাল থেকেই নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর গ্রামের নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ জীবন কাজের ছেলে (কেয়ারটেকার) হিসেবে থাকত।
এ দিকে জীবনের মা বিবি খদিজা ও বাবা নুর ইসলাম মহামায়া ইউনিয়নে বাসা ভাড়া নিয়ে কাজকর্ম করে। ঈদুল ফিতরের কয়েকদিন আগে জীবনের বিরুদ্ধে গৃহকর্তার ঘর থেকে অর্থ চুরির অভিযোগ ওঠে। জীবনের স্বীকারোক্তি মতো চুরির এক লাখ ৮০ টাকার মধ্যে এক লাখ টাকা ফিরিয়ে দিয়ে মালিক পক্ষের কাছে ক্ষমা চেয়ে জীবন নোয়াখালীর সুধারামে ঈদ করতে মা-বাবার কাছে গিয়েছিল বলে জানান নিহতের মা খদিজা। জীবন চলে যাওয়ার পর হাবিবুর রহমানের ছেলেরা জীবনের মাকে আরো বিপুল অর্থ চুরির কথা জানিয়ে জীবনকে নিয়ে তাদের ছাগলনাইয়ায় আসার জন্য চাপ দেয়। ফোন পেয়ে ছেলেকে নিয়ে বাতানিয়ায় আসার পর মাকে জানালার গিরিলের সাথে এবং পরে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। অপর দিকে জীবনকে ঘরের দোতলায় নিয়ে বেঁধে নির্যাতন করে তারা। গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া নির্যাতনের একপর্যায়ে পরের দিন ১৩ এপ্রিল জীবন মারা যায় বলে তার মা ও থানায় দেয়া অভিযোগ থেকে জানা গেছে।

পুলিশ জীবনের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় হাবিবুর রহমানের ছেলে ব্যাংক কর্মকর্তা মাঈন উদ্দিন সোহেলকে আটক করে পুলিশ।
এ ঘটনায় জীবনের মা বাদি হয়ে আটক মাঈন উদ্দিন সোহেল (৪৮), তার সহোদর মহি উদ্দিন শিমুল, শাহ জালাল মুকুল, শাহ ইমরান রিজভীসহ আরো সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে গত সোমবার ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, বাকি আসামিরা এলাকা ছেড়ে পালালেও তাদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল