২২ মে ২০২৪, ০৮ জৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫
`


চুনারুঘাটে ২৯ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী গ্রেফতার

-

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা চালসহ জুয়েল মিয়া নামে স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল একই ইউনিয়নের পাইকুরা গ্রামের লাল মিয়ার ছেলে। এর আগে গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারের মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোরে অভিযান চালিয়ে ২৯ বস্তায় ৮৭০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দসহ জুয়েলকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, এ ঘটনায় জুয়েলের বিরুদ্ধে বিশেষক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। তবে জুয়েলের দাবি সে গরিবদের কাছ থেকে এসব চাল খরিদ করেছে।


আরো সংবাদ



premium cement