২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


খাতা বাড়ি নিয়ে গেল পরীক্ষার্থী শিক্ষকসহ বহিষ্কার ২

-

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসির কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এদিন ঘটে এক অন্যরকম ঘটনা। আল-আমিন নামে এক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার খাতা জমা না দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। এরপর ঘটনা জানাজানি হয়ে গেলে উপজেলার জামজামিতে ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে পুলিশ খাতা উদ্ধার করে। এ ঘটনায় ওই পরীক্ষার্থীসহ দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ওই কেন্দ্রের হল সুপার পুলিশ ফোর্স নিয়ে ওই শিক্ষার্থীর বাড়ি থেকে খাতা উদ্ধার করেন।
জানা গেছে, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষা শেষে খাতা গণনার সময় একটি খাতা কম পাওয়ায় কেন্দ্রজুড়ে তোলপাড় শুরু হয়। পরে জানা যায় আল-আমিন খাতা বাড়িতে নিয়ে চলে গেছে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষার খাতা জমা না দিয়ে বাড়িতে নেয়ায় এক পরীক্ষার্থী ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement