নালিতাবাড়ীতে কাঁচা ধান কেটে কৃষকের সর্বনাশ
- নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
- ২৭ মার্চ ২০২৩, ০০:০৫
শেরপুরের নালিতাবাড়ীতে রাতের অন্ধকারে কে বা কারা ১০ শতক জমির ইরি-বোরো ধান কেটে নষ্ট করেছে। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী আড়াইআনী বাজারের মোকলেছুর রহমান নামে এক ব্যক্তি ২০০৪ সালে সাব-কাবলামূলে নালিতাবাড়ী মৌজার এক একর সাড়ে ৭৮ শতাংশ জমি কিনে চাষাবাদ করে আসছেন। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কে বা কারা ৩২৮৪ নং খতিয়ানের ৫১৯৮ নং দাগের ১০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়। পরদিন সকাল বেলা জমি দেখতে গেলে কেনা জমির মধ্যাংশের ১০ শতাংশ জমির ধান কাটা দেখতে পান জমির মালিক মোকলেছুর রহমান।
এ বিষয়ে জমির মালিক মোকলেছুর রহমান বলেন, প্রায় ২০ বছর ধরে এই জমিতে আবাদ করে আসছি। আমার কেনা জমির ওপর কোনো মামলা বা লিখিত কোনো আভিযোগ নেই। আমার জমির ভালো ফলনের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ আমার ধান নষ্ট করতে পারে বলে আমার ধারণা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই শহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা