১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


পৌর ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

ধামইরহাটে আ’লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৩

-

নওগাঁর ধামইরহাটে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মারাত্মক আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার বিকেলে ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের তিন বছরের জন্য কমিটি গঠনের লক্ষ্যে নেউটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতি ছিলেন ধামইরহাট ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো: আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ, সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও থানা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান। প্রথম পর্ব শেষে সভাপতি প্রার্থী ১১ জন ও সম্পাদক প্রার্থী চারজনকে নিয়ে সমঝোতা বৈঠক। বৈঠক কোনো সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে পরে কমিটি ঘোষণার কথা বলেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় এবং কমিটি ঘোষণার চাপ দেয়া হয়। পরবর্তীতে কিছু নেতাকর্মী কমিটি ঘোষণার দাবিতে ধামইরহাটে আসার পথে চকময়রাম নামক স্থানে থানা আওয়ামী লীগের সহসভাপতি আবু হানিফ লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেনের ছোট ভাই রাজু হোসেন, আবদুল হাই আল হাদী চপল ও গোলাম রব্বানী আহত হয়। এ ব্যাপারে থানা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, থানা আওয়ামী লীগের সহসভাপতি বর্ষীয়ান নেতা মো: আবু হানিফকে জনসম্মুখে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের গঠনতন্ত্র ১৭ ধারা মোতাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম বলেন, হঠকারিতার মাধ্যমে এ রকম ঘটনা ঘটানো হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আহত গোলাম রব্বানীর বাবা নেউটা গ্রামের মজিবর রহমান বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল