১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


রামগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ মেম্বারের অনাস্থা

-

ল²ীপুরের রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন পরিষদের আটজন সদস্য। গত বৃহস্পতিবার তারা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ল²ীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থাপত্র দাখিল করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া পত্রটি গ্রহণ করেন।
অভিযোগপত্রে জানা যায়, বিভাগীয় কমিশনারসহ সংশিøষ্টদের অনুমতি ছাড়াই চেয়ারম্যান হোসেন রানা প্রায়ই চীনে যাতায়াত করেন। তিনি সেখানে থান কাপড়ের ব্যবসা করেন। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ তার আত্মীয়স্বজনদের পাইয়ে দেন। বিনামূল্যে ঘর পাইয়ে দিতে কয়েকজন গ্রাহকের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তিনি। চেয়ারম্যান নিজে ও ঘনিষ্ঠদের মাধ্যমে কাজটি করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে সালিসি-বৈঠকে বিচারের নামে সাধারণ মানুষকে মারধর ও ছাত্রদের চুল কাটারও অভিযোগ রয়েছে।
অনাস্থা প্র¯Íাবকারী ইউপি সদস্যরা হলেনÑ মো¯Íাফিজুর রহমান, সুলতানা রাজিয়া, শেখ ফরিদ, মোহাম্মদ নুরনবী, নরুল আমিন, হোসনেয়ারা বেগম, আবুল কাশেম মোলøা ও মোহাম্মদ হোসেন বাবুল। অভিযুক্ত চেয়ারম্যান রানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
অভিযোগে আরো জানা যায়, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা বছরের বেশির ভাগ সময়ই দেশের বাইরে অবস্থান করেন। দেশের বাইরে যেতে সরকারি সংশিøষ্ট কর্মকর্তাদের অনুমতি নেয়ার কথা থাকলেও চেয়ারম্যান তা মানছেন না। পরিষদের মাসিক ও প্রকল্প নিয়ে কোনো সভা করা হয় না। ২০১৯ সালে সরকারি বরাদ্দের বিনামূল্যের ঘর তার বোন জামাই হাসান ও ব্যক্তিগত গাড়িরচালক ফারুককে দেন। তার বোনকে দিয়ে আরেকটি ঘরের জন্য গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন চেয়ারম্যান। উপকারভোগী না হলেও নিজের অনুসারীদের বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা ও সোলারপ্যানেল পাইয়ে দেন। তিনি ১৮ লাখ টাকার ইজিপিপি প্রকল্পের ৩০ শতাংশ ও ৪০ দিনের ছয়টি ইজিপি প্রকল্প থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখলে নিলো বিদ্রোহীরা ধর্ষণ মামলায় জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ সরকারি কেন্দ্রে ধান বেচতে পারে না কৃষক, লাভ খাচ্ছে দালালরা ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরি জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : বাহাউদ্দিন নাছিম পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

সকল