১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বিভিন্ন স্থানে সাত দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

-

সাত দফা দাবিতে বিভিন্ন স্থানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল তারা এ মানববন্ধন পালন করেন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছে। উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল করিম, সহসভাপতি মমিন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতারা।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেন। উপজেলা পরিষদের সামনে মহাসড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির নেতা জালাল আহম্মদ ভূঁইয়া, হুমায়ুন কবীর, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন মজুমদার। সহকারী শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক সফিক রেজা প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম দোয়েল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মো: আবদুল জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান, সহসভাপতি আবুল কালাম, কাজী কামাল পাশা, এরশাদ উল্লাহ, সাইফুল ইসলাম, মো: ইয়াছিন, হাবিব উল্যাহ, ফেরদৌস আরা প্রমূখ।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, সিনিয়র সহসভাপতি শাহ মো: শহীদুল্লাহ, সহসভাপতি নীলিমা সুলতানা, আইসিটি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, কান্দিপাড়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউছার আকন্দ প্রমুখ।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমাবেশ ও স্মারকলিপি কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ৩টায় এসব কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন- আবুল কালাম আজাদ, আজহারুল ইসলাম পলাশ, এ বি এম মাজহারুল হক, মতিউর রহমান চুন্তু, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, খালেকুজ্জামান ঈদুল, রফিকুল ইসলাম, মো: আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ গাজীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

সকল