১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


চিতলমারীতে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

-

বাগেরহাটের চিতলমারী শিশুকানন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সোহাগ মোল্লার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে গত শনিবার দুপুরে স্কুল পরিচালনা কমিটির বৈঠক শেষে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। স্কুলের পরিচালক খান হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় স্যারের বহিষ্কারের খবর শুনে এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
শিশুকানন বিদ্যানিকেতনের পরিচালক খান হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, স্কুলের প্রধান শিক্ষক সোহাগ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীর গার্ডিয়ানকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি বেশ কিছু দিন ধরে স্থানীয়দের মুখেমুখে চাউর হচ্ছে এবং এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি করেছে। এই অভিযোগের ভিত্তিতে গত শনিবার দুপুরে স্কুল পরিচালনা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে স্কুল শিক্ষক সোহাগ মোল্লাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, সোহাগ মোল্লা শিক্ষক হিসেবে ভালো হলেও ইদানীং তার নৈতিক চরিত্র নিয়ে কথা উঠছে।
স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, সোহাগ স্যারের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ রহস্যজনক। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। প্রতিটা ক্লাসে পরীক্ষার ফল অত্যন্ত সন্তোষজনক। তার কারণেই বিদ্যালয়টি অনেক মানসম্মত। তার অপরাধ আমাদের কাছে পরিষ্কার নয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সোহাগ মোল্লা জানান, বিদ্যালয়টি তার প্রাণের চেয়ে প্রিয়। এ টাকে গড়তে তার অনেক কষ্ট হয়েছে। কোমলমতি ছাত্রছাত্রীরা কান্নায় তাকে ব্যথিত করছে। কোন অপরাধে কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টিও তিনি অবগত নন।


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল