১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


বেসরকারি শিক্ষক কর্মচারীদের কাছে চাঁদা কর্তনের প্রতিবাদ নওগাঁয় ও মনোহরদীতে মানববন্ধন

-

বেতন কর্তনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকেরা। গতকাল বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত আধা ঘণ্টা নওগাঁ শহরের মুক্তি মোড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক রাবেয়া আফরোজ, ময়নুল হক, রোমায়েত মতিন, জনাব আলী, ফতেপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে নরসিংদীর মনোহরদীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর বোর্ড ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের জন্য জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের মনোহরদী উপজেলা শাখার জ্যেষ্ঠ সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও প্রভাষক রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক দেলাওয়ার হোসেন আজিজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ মোল্লা, সহসভাপতি আবুল হাসেম ভূঞা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আব্দুল মজিদ, ওয়ালিউল্লাহ ও সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, মাজহারুল ইসলাম, কুতুব উদ্দিন, জসিম উদ্দিন ও মোস্তফা কামাল, সহপ্রচার সম্পাদক ওমর ফারুক, হাবিবুল্লাহ বাহার ও ওয়াজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবসর ও কল্যাণ তহবিলের অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিলের দাবি জানান।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি হোসেনপুরে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে ৩০ শিক্ষার্থী উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগ দিতে পরিবেশমন্ত্রীর আহ্বান হজ কার্যক্রম সহজ করতে ১৬টি ভাষায় ১৫টি সচেতনতামূলক নির্দেশিকা  চীন সফর থেকে কী চান পুতিন? বগুড়ায় কোল্ড স্টোরে ৫ লাখ ডিম, জরিমানা আদায় টাচেলকে আগামী মৌসুমেও দলে রাখার চেষ্টা করবে বায়ার্ন

সকল