১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


দিনাজপুরে আলুর বাম্পার ফলন দাম নিয়ে চাষিদের শঙ্কা

দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর গ্রামে ক্ষেত থেকে আলু সংগ্রহ করে স্তূপ রাখা হয়েছে : নয়া দিগন্ত -

দিনাজপুরে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। অতীতের চেয়ে এবার আলুর উৎপাদন অনেক বেশি হলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।
আলু চাষিরা জানান, জমি থেকে আলু তুলতে শ্রমিকদের খরচ বহন করতে হিমশিম খেতে হয়। এ ছাড়া জেলার বাইরের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে না পারায় স্থানীয় মধ্যস্বত্বভোগীদের কাছে আলু বিক্রি করতে হয়। ফলে কৃষকের চেয়ে বেশি লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী আলু ব্যবসায়ীরা।
দিনাজপুর জেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, চলতি রবি মওসুমে জেলায় ৪৩ হাজার ২০০ হেক্টরে আলু চাষ করা হয়েছে। এবার উৎপাদনে ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় আট লাখ ৬০ হাজার মেট্রিক টন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত পাঁচ হাজার ৭১৪ টন আলু উৎপাদন হয়েছে। অর্জিত আলু থেকে উৎপাদন হয়েছে ৯ লাখ ৭৮ হাজার ২৮০ টন। জেলায় বছরে আলুর চাহিদা প্রায় পাঁচ লাখ টন। অতিরিক্ত উৎপাদিত চার লাখ ৭৮ হাজার টন আলু জেলার বাইরে সরবরাহ করা হচ্ছে।
দিনাজপুর সদর উপজেলার মাঝডাঙ্গা গ্রামের আলু চাষি মাহাতাব হোসেন বলেন, হঠাৎ বাজারে আলুর দাম কমে যাওয়ায় তেমন লাভ হচ্ছে না। কয়েক দিন আগেও প্রতি বস্তা (৮০ কেজি) আলু প্রকারভেদে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা বিক্রি হয়েছে। এখন আলু বিক্রি হচ্ছে দুই হাজার টাকা বস্তা।
একই এলাকার চাষি দুলাল হোসেন বলেন, দুই বিঘায় আলু চাষ করেছি, এখনো আলু তোলা শেষ হয়নি, সম্পূর্ণ আলু তোলার পর বোঝা যাবে লাভ-ক্ষতি। অনেক আলু চাষি তাদের জমি থেকে সরাসরি মধ্যভোগী আলু ব্যবসায়ীদের কাছে বিক্রি করায় তেমন লাভ করতে পারছেন না।
আরেক চাষি আইনুল হক বলেন, এক বিঘায় ২০ বস্তা (৪০ মণ) আলু উৎপাদন হয়। বিঘায় খরচ হয় ২০ হাজার টাকার ওপরে। আর ২০ বস্তা আলু বিক্রি হয় ৩০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে বিঘায় ৮-১০ হাজার টাকা লাভ করা কঠিন হয়ে পড়ে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক তৌহিদুল ইকবাল জানান, এবার দিনাজপুরে আবহাওয়া অনুকূলে থাকা ও শৈত্যপ্রবাহ কম হওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। এ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের কাছে গিয়ে আলুর ফলন বৃদ্ধি করতে পরামর্শ দিয়ে যাচ্ছে। আগামীতেও আলুর বেশি উৎপাদনের জন্য কৃষকদের নিয়ে উঠানবৈঠকসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী শিবপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার বন্দীদের মুক্ত করতে আলোচনায় বসুন : নেতানিয়াহুকে বন্দীদের পরিবার প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্সাতে থাকার ব্যাপারে এখানো আত্মবিশ্বাসী জাভি বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

সকল