১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ভূঞাপুরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে সরিষার তেল

জনস্বাস্থ্য হুমকিতে
-

ভূঞাপুরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে সরিষার তেল। এ সব ভেজাল তেল খেলে মারাত্মক রোগ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শীত এলেই বাহারি খাবারের পাশাপাশি সরিষার তেলের ব্যবহারও বেড়ে যায়। শীতের এসব খাবারে সরিষার তেলের বিকল্প নেই। শীতে উষ্ণতা বাড়াতেও শরীরে মাখা হয় সরিষার তেল। এমনকি এ তেলের ঔষধি ও পুষ্টিগুণও অনেক। এ সব কারণে শীত এলেই সরিষার তেলের চাহিদা বেড়ে যায়। সে সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় তৈরি করছে ভেজাল সরিষার তেল। কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল সরিষার তেলে সয়লাব ভূঞাপুরসহ জেলার বিভিন্ন বাজার।
উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে শতাধিক তেলের মিল রয়েছে। বেশির ভাগ মিলে নামমাত্র সরিষা দিয়ে সস্তা দামের স্পেন্ডেল ওয়েলের সাথে বিষাক্ত কেমিক্যাল, পিঁয়াজের ঝাজ, শুকনো মরিচের গুঁড়া, মাস্টার্ড ও ইস্ট কেমিক্যালসহ রঙ মিশিয়ে তৈরি হচ্ছে সরিষার তেল। আর এসব বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ভেজাল তেল বিক্রি হচ্ছে নানা বাহারি নামে। পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন মুদি ব্যবসায়ীর কাছে। তারা নির্দ্বিধায় খাঁটি সরিষার তেল হিসেবে বিক্রি করছে সাধারণ ভোক্তাদের কাছে।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইব্রাহীম খলিল জানান, এসব বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তেল খেলে ক্যান্সারসহ নানা মারাত্মক রোগ হতে পারে। হৃদরোগ, আলসার, গ্যাস্ট্রিক, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। ভেজাল তেল জনস্বাস্থ্যের জন্য হুমকি। বিশেষ করে শিশুস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, শীতের দিনে লোকজন সরিষার তেল বেশি খায় আর এ তেলের দাম কম হওয়ার বিক্রিও বেশি হয়। ভেজাল তেল বিক্রিতে আইনগত কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে তারা বলেন, ফুড ইন্সপেক্টরকে নিয়মিত মাসোয়ারা দেন তারা। কিন্তু মাসোয়ারার বিষয়ে অস্বীকার করে ভূঞাপুরের ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক রোকেয়া খাতুন বলেন, ভেজাল তেল তৈরি ও বিক্রি খুব কম হয়। মাঝে মধ্যেই মামলা করা হয়। তবে মামলা দেয়াও অনেক ঝামেলা।

 


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল