১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


হবিগঞ্জ-১ ও ৩ আসনে লাঙ্গল ও নৌকা প্রতীকে পৃথক নির্বাচন হবে

-

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত রোববার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান আতিক হবিগঞ্জের দু’টি আসনের কোনোটি থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে তিনি লাঙ্গলের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে নির্বাচন করবেন।
হবিগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী ও হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। অপরদিকে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া তনয় ড. রেজা কিবরিয়া ও হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি এম এ মুনিম চৌধুরী বাবু মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তা ছাড়া ওই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল হান্নান প্রার্থিতা প্রত্যাহার করেন। হবিগঞ্জ-১ আসনে বিএনপির সাবেক এমপি শেখ সুজাত মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। হবিগঞ্জ-১ আসনেও ধানের শীষের একক প্রার্থী হিসেবে জটিলতা কাটেনি।
হবিগঞ্জ-২ আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল বাছেদ আজাদ ধানের শীষ প্রতীক পেলেও বিএনপি নেতা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
হবিগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক এমপি সৈয়দ ফয়সল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। অন্যদিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মাঠে আছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির অধ্যাপক আহমদ আব্দুল কাদির। হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, আমি দু’টি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে শেষ পর্যন্ত যেকোনো একটিতে নির্বাচনও করতে পারি।

 

 


আরো সংবাদ



premium cement
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইতালিয়ান-থাইয়ের শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ গাজীপুর বারের সাবেক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের নামে মামলা রংপুর মহানগরী জামায়াত নেতা কাজলসহ ৩ জনকে গ্রেফতারের নিন্দা শিবিরকে জড়িয়ে র‍্যাবের মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ গাজায় ইসরাইলি গণহত্যা নৃশংসতার নতুন পর্যায়ে, আদালতের হস্তক্ষেপ দরকার শার্ক ট্যাংকে‘ওস্তাদ’ পেল ১ কোটি টাকা মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঢাকা মেডিক্যাল কেন্দ্রিক কোনো দালাল থাকবে না : বাহাউদ্দিন নাছিম বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে মুক্তিযুদ্ধের সময়কার ৩টি এলএমএনজি অস্ত্র ও গুলি উদ্ধার

সকল