০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় যমুনার পানি বিপদসীমার উপরে

-

বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে প্রায় এক সপ্তাহ ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিন পানি বাড়ছে। এরই মধ্যে যমুনার তীরবর্তী নিচু এলাকা ডুবে গেছে। চর এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার দুপুরে মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী দু-এক দিনের মধ্যে পানি কমতে পারে।
জানা গেছে, এ পর্যন্ত সাতটি ইউনিয়নের ৩৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও তিন হাজার ৮১০টি পরিবারের ২২ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ২৫০টি ঘরবাড়ি, দুই হাজার ৯৬৫ জন কৃষকের ৫৭৫ হেক্টর জমির ফসল।

 


আরো সংবাদ



premium cement