এশিয়ান ও বিশ্ব ইনডোরে দৌড়াবেন ইমরানুর
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ আগস্ট ২০২২, ২৩:১১

কোনিয়া ইসলামী সলিডারিটি গেমসে ১০০ মিটারের হিটে ১০ দশমিক ০১ এবং ফাইনালে ১০ দশমিক ০২ সেকেন্ডে দৌড় শেষ করে হৈ-চৈ ফেলে দিয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান।
যুক্তরাজ্য প্রবাসী এই স্প্রিন্টারকে ঘিরে যত স্বপ্ন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের। শুধু এসএ গেমসে স্বর্ণই নয়, তার কাছে এশিয়াতেও পদক চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আসরে পাঠানো হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী বছর ১০ থেকে ১২ ফেব্রুয়ারি কাজাখস্তানে এশিয়ান ইনডোর গেমসে (৬০ মিটার) এবং ১৭ থেকে ১৯ মার্চ চীনের নানজিংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিতে পাঠানো হবে ইমরানুরকে। জানান বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।
এছাড়া ১৩ থেকে ১৮ অক্টোবর কুয়েতে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাঠানো হবে বিকেএসপির অনূর্ধ্ব-১৭ বয়সের একজন ছেলে ও একজন মেয়ে অ্যাথলেটকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা